Friday, February 14, 2025
বাড়িরাজ্যএস টি জি টি উত্তীর্ণ চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা দ্বারস্থ উপ মুখ্যমন্ত্রীর

এস টি জি টি উত্তীর্ণ চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা দ্বারস্থ উপ মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : হতাশাগ্রস্ত হয়ে আবারো উপমুখ্যমন্ত্রীর দারস্থ হলেন

এস টি জি টি উত্তীর্ণ চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা। তাদের দাবি একসাথে নিয়োগ করার। তাই শুক্রবার ফের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে অল ত্রিপুরা এস টি জি টি কোয়ালিফায়েড কেন্ডিডেটস। এদিন সাক্ষাৎ শেষে বের হয়ে তারা আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে জানান, শিক্ষামন্ত্রী তাদের জানিয়ে ছিলেন ফাইল অর্থ মন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।

 সেই ফাইল অর্থমন্ত্রী পেয়েছেন কিনা তা জানতেই তাদের সাক্ষাৎকার। অর্থাৎ শিক্ষামন্ত্রীর উপর আস্থা হারিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে উপ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন। উপ মুখ্যমন্ত্রী জানিয়েছনে মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যের বাইরে রয়েছে। তিনি ফিরে এলে এই বিষয়ে মন্ত্রীসভার সদস্যদের সাথে আলোচনা করা হবে। এরপর ৫ নভেম্বর তাদের ডেকে সিদ্ধান্তের বিষয়ে অবগত করা হবে। কিন্তু অল ত্রিপুরা এস টি জি টি কোয়ালিফায়েড কেন্ডিডেটসের সকলকে একসাথে নিয়োগ করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি তাদের সবচেয়ে বড় বিষয় হলো অনেকের বয়সত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই সরকার যদি অবিলম্বে তাদের নিয়োগ করার ব্যবস্থা গ্রহণ করে তাহলে তারা উপকৃত হবে বলে জানান আয়োজিত সাংবাদিক সম্মেলনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য