স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : মধুপুর হাসপাতাল চৌমুহনি এলাকায় বাইক ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সহ চারজন। শুক্রবার দুপুর একটার নাগাদ এই ঘটনা। শুক্রবার দুপুর একটা নাগাদ TR 01 AN 8155 নাম্বারে একটি বাইক দ্রুত গতিতে মধুপুর থেকে কমলা সাগর যাওয়ার সময় অপরদিকে আসা TR 07 3790 নাম্বারে অটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, বাইক ও অটো মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন স্কুল ছাত্রীর সহ চারজন। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মধুপুর থানার পুলিশ। অন্যদিকে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় বাইক চালক। আহতরা মতিলাল চৌধুরী, গৌতম দেবনাথ, ইতি সরকার, মাইতি সরকার। চারজন যাত্রীবাহী অটোর যাত্রী।‘’