Sunday, February 16, 2025
বাড়িরাজ্যবিরোধী দলনেতার আয়নায় চেহারা দেখা দরকার : সুশান্ত

বিরোধী দলনেতার আয়নায় চেহারা দেখা দরকার : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : বিগত দিনের তুলনায় রাজ্যের আইন শৃঙ্খলা ভালো জায়গায় রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ভালো জায়গায় রয়েছে, তার প্রমান স্বরূপ সহসাই সাংবাদিক সম্মেলনে তথ্য তুলে ধরা হবে। ধর্ষণ, গন ধর্ষণ, হত্যা, নারি গঠিত অপরাধ, চুরি, ডাকাতির মতো ঘটনা অনেক হ্রাস পেয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন রাজ্যে সাজা ঘোষণার হারও বৃদ্ধি পেয়েছে।

বিগত দিনে রাজ্যে সাজা ঘোষণার হার অনেকটা কম ছিল। কারন সেই সময় পুলিশি তদন্তে হস্তক্ষেপ করা হত। বর্তমানে পুলিশি তদন্তে কোন ধরনের হস্তক্ষেপ করা হয় না। সম্প্রতি মন্ত্রী ভগবান চন্দ্র দাসের ছেলের নাম একটি ঘটনার সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ঘটনার দিন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের ছেলে আগরতলাতে ছিল। সিসি ক্যামেরার ফুটেজ তা প্রমান করে। মন্ত্রী সুশান্ত চৌধুরী এইদিন আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকার এবং বিরোধী দলনেতা মানিক সরকারকে কাঠগড়ায় তুলেন। এদিন তিনি আরো বলেন বিরোধী দলনেতা নিজের চেহারা আয়নায় দেখা জরুরী। বৃহস্পতিবার যেসব অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে এমনটাই বলেন সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য