স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : মদমত্ত যুবকের পাশবিক লালসার শিকার ১১ বছরের শিশুকন্যা। মদ খাইয়ে শিশু কন্যার হাত-পা বেঁধে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি বলে অভিযোগ। ঘটনাটি সংঘটিত হয়েছে আগরতলা যোগেন্দ্রনগর এলাকায়। অভিযুক্তের নাম বিশ্বজিৎ দাস।
তার বয়স ৫২ বছর। পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তিকে বিরুদ্ধে অভিযোগ তুলে শিশুকন্যার মা জানান তিনি দোকানে যাওয়ার পর শিশু কন্যাটির মুখে চাপা দিয়ে পার্শ্ববর্তী বাড়ির বিশ্বজিৎ দাস নির্জন জায়গায় নিয়ে গিয়ে মদ খাইয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। তারপর বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হলে রাতের বেলা অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ব মহিলা থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সম্প্রতি তিনটি ধর্ষণের ঘটনায় অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য। আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে আরো একটি ধর্ষণের ঘটনা কলঙ্কিত করেছে সভ্য সমাজকে। পূর্ব মহিলা থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠছে সুষ্ঠু বিচারের জন্য।