Friday, February 7, 2025
বাড়িরাজ্যআইনশৃঙ্খলা চরম অবনতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের মিছিল

আইনশৃঙ্খলা চরম অবনতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর :  সুশাসন নামে মিথ্যা প্রচার করছে বিজেপি। আইনশৃঙ্খলা চরম অরাজকতা সৃষ্টি হয়েছে। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার আগরতলা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ তৃণমূল কংগ্রেস।

 মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সুস্মিতা দেব বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার সুশাসনের নাম করে প্রতিদিন প্রচার করে চলেছে, কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা চরম অবনতি হচ্ছে। গত সাত দিনের মধ্যে তিনটি ধর্ষণের ঘটনা, এর মধ্যে দুটি গণ ধর্ষণ। পাশাপাশি গুলি কান্ডের ঘটানো সংঘটিত হয়েছে। এমনকি বহু ঘটনার ঘটে চলেছে যেগুলির মামলা পর্যন্ত লিখতে রাজি হচ্ছে না পুলিশ। এবং যেকোন গণ ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে এর সাথে মন্ত্রীর ছেলে জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেন তিনি। তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে ত্রিপুরার আইনশৃঙ্খলা কতটা অবনতি ঘটেছে বলে অভিযোগ তুলে তিনি। তিনি আরো বলেন এতগুলি ঘটনা সংগঠিত হয়ে গেল এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কোন রকম সাড়া নেই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কুমারঘাটে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে মন্ত্রী ছেলের নামও উঠে আসছে। কিন্তু মামলার নথিতে মন্ত্রীর ছেলের নাম নেই। ঘটনার সুষ্ঠ তদন্ত হওয়া জরুরি। এর উদঘাটন হওয়া প্রয়োজন বলে জানান তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আইনশৃঙ্খলা সঠিক দিশায় আনার জন্য সরকারের কাছে দাবি জানায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য