স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সব কটি রাজনৈতিক দল ময়দানে দামামা বাজিয়ে চলেছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতিকে নিয়ে আগরতলা শহরে এক বাইক মিছিলের আয়োজন করা হয়। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মিছিলটির আয়োজন করা হয়। রাজধানীর ক্ষুদিরাম বসু বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় মিছিল।
হুড খোলা গাড়িতে করে মিছিলে অংশ গ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক কিশোর বর্মণ, বিধায়িকা মিমি মজুমদার, বিধায়ক রেবতী মোহন দাস সহ অন্যান্যরা। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্রের সামনে গিয়ে শেষ হয়। এইদিনের মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান তিনি প্রদেশ সভাপতি হওয়ার পর বিভিন্ন জেলা সফর করেছেন। কার্যকরতাদের সাথে বৈঠক করেছেন। এইদিন সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা সফরকালে তিনি লক্ষ্য করেছেন বিজেপি দলের কার্যকরতারা প্রস্তুত রয়েছে। ২০২৩ সালের নির্বাচনে বিজেপি ৬০ টি আসনের মধ্যে ৬০ টি আসনেই জয়লাভ করবে। এই লক্ষ্যকে সামনে রেখে বিজেপি দলের কার্যকরতারা কাজ করছে।