স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : রাজ্যে দিন দিন ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। গত ১৯ অক্টোবর কুমারঘাটে এবং ২৬ অক্টোবর কল্যানপুরে গণধর্ষণের ঘটনা ঘটে। কুমারঘাটে ঘটনার সাথে মন্ত্রীর পুত্র জড়িত রয়েছে। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার রাজধানীর এ আই এম এস এস, এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও -র যৌথ উদ্যোগে রাজধানীর বটতলা এলাকায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্মীরা দাবি তুলেন কুমারঘাট ও কল্যাণপুরের ঘটনা জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা এবং রাজনৈতিক রঙ না দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। এদিন এ আই এম এস এস -এর রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় প্রমাণিত যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। ঘটনার সাথে মাদকদ্রব্য পুরোপুরি ভাবে যুক্ত রয়েছে। সরকার প্রচার করছে নেশা মুক্ত ত্রিপুরা, কিন্তু বাস্তবে সম্পূর্ণ অমিল। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে। তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যাতে এ ধরনের নারী সংক্রান্ত ঘটনার বিরুদ্ধে প্রশাসন যাতে আইনত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়।