স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : প্রতিঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে একটি হল পশ্চিমজেলার অধীন যে সমস্ত আরবান বডি রয়েছে তাদের মাধ্যমে এই অভিযানে কত মানুষ সুবিধা পেল, কেউ বাকী রয়েছে কিনা এবং কি কি করেছে সরকার তা উপর পর্যালোচনা বৈঠক করা।
সেই মোতাবেক বৃহস্পতিবার মন্ত্রী রতন লাল নাথের পৌরহিত্যে পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন পশ্চিম জেলার অধীনে থাকা পঞ্চায়েত সমিতি গুলির প্রতিনিধি , আগরতলা পুর নিগম এবং রানীরবাজার, জীরানীয়া , মোহনপুরের আরবান বডির চেয়ারম্যান অংশ নেন। প্রশাসনিক স্তরে বিডিও ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রতিঘরে সুশাসন অভিযানে পশ্চিম জেলা কি কি করেছে তার উপর এদিন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে কোন ঘাটতি থাকলে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।