Saturday, February 8, 2025
বাড়িরাজ্যগণধর্ষণের ঘটনায় পুলিশের সদর কার্যালয় করল বাম ছাত্র সংগঠন

গণধর্ষণের ঘটনায় পুলিশের সদর কার্যালয় করল বাম ছাত্র সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর :  রাজ্যে সম্প্রতি দুটি গণধর্ষণের ঘটনায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক করে তুলেছে। অভিযুক্তরা পুলিশের নাগালে বাইরে। তাই এবার বিরোধীরা সক্রিয় হয়ে সরকার ও পুলিশের দুর্বলতা নিয়ে অভিযোগ তুলতে শুরু করেছে। এবং কুমারঘাটের গণধর্ষণের ঘটনার সাথে সরাসরি মন্ত্রীর ছেলে জড়িত রয়েছে বলেও অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির।

 আর সেই ঘটনাগুলি মূল অভিযুক্তরা পুলিশের নাগালে বাইরে হওয়ায় এবার কুমারঘাট এবং কল্যাণপুরে ক্ষোভ আছড়ে পড়ছে আগরতলা শহরে। বৃহস্পতিবার সকালে বাম ছাত্র সংগঠন এসএফআই পক্ষ থেকে মাঠে নেমে বিক্ষোভে সামিল হয়। এদিন এস এফ আই পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এদিন। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সরকারের সমালোচনা করে বলেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোন আইনের শাসন নেই। জঙ্গলের রাজত্ব চলছে। কারণ প্রতিদিন রাজ্যে ছাত্রী, নাবালিকা, যুবতী, মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে। সরাসরি সরকারের ঘনিষ্ঠজনেরা এবং শাসক দলের নেতারা এই খুন ধর্ষণের মতো ঘটনায় মেতে উঠেছেন। অর্থাৎ এ রাজ্যের নারীদের উপর নির্যাতনের পৃষ্ঠা পুষক হয়ে উঠেছে বিজেপি সরকার। তাই আজ এস এফ আই পুলিশের কাছে দাবি জানাতে এসেছে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় পুলিশ। অর্থাৎ পুলিশের যাতে হুঁশ ফিরে আসে তার জন্য প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। 

এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত এস এফ আই রাজ্য সভাপতি সোলেমান আলি বলেন, কল্যাণপুরে গণধর্ষণের ঘটনায় জড়িত উপপ্রধান এবং বিজেপি দলের গুন্ডাবাহিনী। অপরদিকে কুমারঘাটের গন ধর্ষণের ঘটনায় জড়িত মন্ত্রীর ছেলে। তাদের যতক্ষণ না পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করবে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেফতার করে এ ডি নগর পুলিশ কমপ্লেক্সে নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য