স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : আসন্ন পুর ও নগর এলাকার নির্বাচনে ইভিএম মেসিনের সাথে ভিভি প্যাড ও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখার আবেদন জানিয়ে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ আদালতে যে আবেদন করা হয়েছিল, সেই আবেদন বুধবার খারিজ হয়ে যায়। স্বাভাবিক ভাবেই উচ্চ আদালতে ধাক্কা খেল তৃনমূল কংগ্রেস।
রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে জানান মঙ্গলবার থেকে উচ্চ আদালতে তৃনমূল কংগ্রেসের দুইটি আবেদনের উপর শুনানি শুরু হয়। তার মধ্যে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয় নিয়ে সুপ্রিমকোর্টে মঙ্গলবার শুনানি হয়। শুনানি শেষে সুপ্রিমকোর্ট রায় দান করে। স্বাভাবিক ভাবেই এই বিষয় নিয়ে উচ্চ আদালতে আর শুনানির যৌক্তিকতা থাকে না। বুধবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি এস.জি চট্টোপাধ্যায়ের বেঞ্চে ইভিএম মেসিনের সাথে ভিভি প্যাড ও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখার আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে এইদিন উচ্চ আদালত তৃনমূল কংগ্রেসের আবেদন খারিজ করে দেয় বলে জানান রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে।