স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : সিত্রাং -এর ঝুঁকি কমে যেতেই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের মেলা দিনক্ষণ বৃদ্ধি পেল। আলোর উৎসব দীপাবলিতে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ত্রিপুরেশ্বরী মন্দিরে জমায়েত হয়।
প্রাকৃতিক দুর্যোগের কারনে এবারের দেওয়ালি মেলার উদ্বোধনী দিনে রাজ্যের বহু দর্শনার্থী যেমন মাতারবাড়িতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তেমনি ব্যবসায়ীদের উপর প্রভাব পড়েছে। তাই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পরামর্শে এবং সবার কথা বিবেচনায় রেখে মাতারবাড়ীতে মেলার সময় সীমা ২৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। পরের দিন সকাল সাতটার মধ্যে মেলাপ্রাঙ্গণ খালি করে দেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছে আহ্বান জানানো হয়েছে