আগরতলা, ২৫ অক্টোবর (হি.স.) : উৎসবের মরশুমে ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি-র চাঁদার নোটিশকে ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। তবে পুলিশের মতে ওই চাঁদার নোটিশ ভুয়ো। তদন্ত চলছে, সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, দাবি পুলিশের।
গত শনিবার ধলাই জেলায় গণ্ডাছড়া মহকুমার জগবন্ধুপাড়ায় ব্যবসায়ী স্বপন দেবনাথের কাছে এনএলএফটি ৫ লক্ষ টাকা দাবি করে চাঁদার নোটিশ পাঠিয়েছে বলে খবর ছড়িয়েছে। এ-বিষয়ে স্বপনবাবু জানিয়েছেন, গত শনিবার তিনি দোকানে একটি চিঠি দেখতে পেয়েছিলেন। তাতে পাঁচ লক্ষ চাঁদা বাবদ মিটিয়ে দেওয়ার ফরমান ছিল। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি-র কাগজে ওই নোটিশ পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে চাঁদার টাকা দিয়ে দেওয়ার হুমকি ছিল এতে। স্বপন দেবনাথ আরও জানিয়েছেন, চিঠিতে ১২ অক্টোবরের তারিখ উল্লেখ ছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, চিঠি লেখার সময় বহুবার কাটাছেঁড়া করা হয়েছে।
ঘটনা জানাজানি হতেই গণ্ডাছড়া থানার ওসি পলাশ দত্ত এবং এসডিপিও বাপি দেববর্মা জগবন্ধুপাড়ায় স্বপন দেবনাথের দোকানে ছুটে গেছেন। তাঁর কাছ থেকে সমস্ত কিছু জেনে চাঁদার নোটিশের চিঠি হেফাজতে নিয়েছেন।
এ-বিষয়ে এসডিপিও বাপি দেববর্মা বলেন, এনএলএফটি-র কাগজেই চাঁদার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু, নোটিশের লেখা দেখে সন্দেহজনক মনে হচ্ছে। কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ওই ঘটনার পেছনে মূল কাণ্ডারি বলে মনে করা হচ্ছে। তাঁর কথায়, তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে, ওই চাঁদার নোটিশ ভুয়ো বলে মনে হচ্ছে। কারণ, এনএলএফটি-র প্যাড কালার জেরক্স করে ব্যবহৃত হয়েছে। তাঁর দাবি, তদন্তে সমস্ত কিছু বেরিয়ে আসবে এবং খুব শীঘ্রই রহস্য ভেদ করা সম্ভব হবে।
এনএলএফটি-র চাঁদার নোটিশ, আতঙ্ক জনমনে, পুলিশের দাবি ভুয়ো
সম্পরকিত প্রবন্ধ