স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : শাসক দলের নেতার নির্দেশ অমান্য করে কালী পূজা করায় মূর্তি ভেঙে গুড়িয়ে দিলো কয়জন বিজেপি দুর্বৃত্ত বলে অভিযোগ। ঘটনা কৈলাসহর ধলিয়ারকন্দি পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। জানা যায়, সোমবার আনন্দ নমঃ যথারীতি কালীপূজা অনুষ্ঠিত করেন।
কিন্তু এলাকার শাসন দলের নেতা বিমান চৌধুরী সহ তার সঙ্গপাঙ্গরা আগে থেকেই কোন এক কারণবশত আনন্দ নমঃ -কে কালী পূজা না করার জন্য হুমকি দিয়ে ছিলেন। তারপরও কালী পূজা করায় এদিন রাতের বেলা বিমান চৌধুরী, বাপন চৌধুরী, স্বপন চৌধুরী, রাহান চৌধুরী মদমত্ত অবস্থায় এসে পূজা মন্ডপের প্রবেশ করে কালী মূর্তি ভাঙচুর করে বলে অভিযোগ। অভিযুক্তদের সাথে এলাকার পঞ্চায়েত সদস্য চূড়ামনি নমঃ জড়িত রয়েছে বলে অভিযোগ আনন্দ নমঃ -র পরিবারের অভিযোগ। ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করার।