স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর “ আই প্যাকের ২৩ জন কর্মীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়। তারা আদালতে গিয়ে জামিন নেয়। সেই সময় আদালত শর্ত দেয় সমস্ত তদন্ত পক্রিয়ায় সহযোগিতা করার জন্য।
আইন অনুযায়ী তাদের দুবার নোটিশ পাঠানো হয়। অতিরিক্ত মুখ্য জেলা ও দায়রা বিচারককে এই বিষয়ে অবগত করা হয় তাদের নোটিশ দেওয়ার পরেও জামিনের শর্ত অনুযায়ী তারা পুলিশের সঙ্গে দেখা ও না আসার কারন দর্শিয়েছে। এটা শোনার পর উচ্চ আদালত রাজ্য সরকারের করা একটি পিটিশনের ভিত্তিতে এই ২৩ জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। জামিন অমঞ্জুর করার জন্য এই নোটিশ জারি করা হয়েছে। এই বিষয়ে অবগত করেন এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে।