Thursday, December 12, 2024
বাড়িরাজ্যভোট কর্মীরা রওনা হলো নিজ নিজ ভোটকেন্দ্রে

ভোট কর্মীরা রওনা হলো নিজ নিজ ভোটকেন্দ্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : বৃহস্পতিবার আগরতলা পুর নিগম সহ পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচন। আর এই নির্বাচনে ভোট গ্রহণের জন্য ভোটের কাজে নিযুক্ত কর্মীরা নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে বুধবার রওনা হন। এদিন উমাকান্ত স্কুল থেকে পুর নিগমের ৪৩৯ টি বুথের ভোট গ্রহণ কর্মীরা তাদের ভোট সামগ্রী নিয়ে রওনা দেন।

ভোট গ্রহণের কাজে নিযুক্ত রয়েছেন ২৫২৫ জন কর্মী। ৩ জন পর্যবেক্ষক ও ৫৪ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। আগরতলা পুর নিগমের নির্বাচনে ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত দুইদিন যাবত ভোট সামগ্রী পরীক্ষা করার পর এদিন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে কর্মীরা রওনা হয়। পুর নিগমের মোট ভোটার ৩ লক্ষ ৪৫ হাজার ২৩৯ জন। সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অসীম সাহা জানান ক্যাটাগরি অনুযায়ী পুলিশ প্রদান করা হচ্ছে। স্পর্শ কাতর ও সাধারন এই দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তবে এই পরিসংখ্যান সম্বন্ধে পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য