স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : ইজ্জত রক্ষা করতে মাঠে নেমেছে পুলিশ। রাজ্যের অধিকাংশ থানার জাতীয় সড়কের পাশে হওয়ার পরেও থানা বাবুদের চরম গাফিলতি কারনে বহির্রাজ্যে পাড়ি দিচ্ছে নেশা সামগ্রী। আর সেই নেশা সামগ্রী যখন আসাম পুলিশের হাতে আটক হচ্ছে, তখন ইজ্জত বাঁচাতে ময়দানে নামছে পুলিশ।
এবার বহির্রাজ্যের বিলাশ বহুল গাড়ি থেকে গাঁজা আটক, চালক পলাতক। জানা যায়, নেশা মুক্ত ধলাই জেলা গড়ার জন্য জেলা আরক্ষা প্রশাসন মিশন সঞ্জীবনী অভিযান শুরু করে। আমবাসা বেত বাগান স্থিত জাতীয় সড়কে বসানো হয় নাকা পয়েন্ট, এই পয়েন্টে রাজ্য থেকে বহ্নি রাজ্যে যাওয়া গাড়িতে তল্লাশি করার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। রবিবার সকালে আগরতলা থেকে WB-08-B- 3211 নম্বরের একটি হোন্ডা সিটি আইএস গাড়ি গৌহাটির উদ্দেশ্যে যাওয়ার সময় আমবাসা নাকা পয়েন্টে গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময়ে সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে যায়। এদিকে হোন্ডা গাড়িতে তল্লাশি চালিয়ে কুঁড়ি কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকার অধিক হবে বলে জানায় আমবাসা থানার পুলিশ। কিন্তু এদিন অভিযুক্ত গাড়ি চালককে আটক করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।