স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : প্রতিহিংসা মূলক এক কৃষকের ৭৮ টি সেগুন গাছ রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা শনিবার গভীর রাতে চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকায়। রবিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক শীতল সরকার বিষয়টি দেখতে পান। বাড়ি আড়ালিয়া খামারবাড়ি এলাকায়।
তিনি এলাকার সিপিআইএম কর্মী বলে পরিচিত। দুই কানি জায়গায় বাঁশের বেড়া দিয়ে জঙ্গল পরিষ্কার করে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে এক বছর আগে ১২৫ টি সেগুন গাছের চারা রোপণ করেছিলেন শীতল সরকার। এর মধ্যে ৭৮ টি চারা কেটে দিল দুষ্কৃতিকারীরা।