স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : ২০১৬ সাল থেকে ২৩ অক্টোবর আয়ুর্বেদ দিবস পালন করে আসছে গোটা দেশে। এবছর সপ্তম জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে রবিবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা সংগঠিত করা হয়। এই শোভাযাত্রায় পা মেলান জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা শুভাশিস দাস।
জাতীয় আয়ুর্বেদ দিবস-২০২২ এর মূল ভাবনা প্রতিদিন প্রতি ঘরে আয়ুর্বেদ। ৫ হাজার বছরের এই চিকিৎসা বিজ্ঞান মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ। এর মাধ্যমে মানুষ নিরোগ থাকতে পারে। জীবন চর্চায় পরিবর্তন আনতে পারে। ইতিবাচক ভাবে জীবন যাপন করতে পারে। সেই লক্ষ্যে ধাবিত হওয়ার জন্য এই প্ল্যাট ফর্মকে ব্যবহার করা হচ্ছে বলে জানান জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা শুভাশিস দাস। এদিন সচেতনতা মূলক শোভাযাত্রা শহর পরিক্রমা করে।