স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : রাজনগর বিধানসভা এলাকায় দীর্ঘ দিন ধরে চলছে গাঁজা চাষ। অবশেষে অভিযোগের ভিত্তিতে গাঁজার খাস তালুকে থাবা বসালো পুলিশ, বনদপ্তর এবং বি এস এফ জওয়ানরা।
রবিবার সকালে পিআরবাড়ী থানাধীন মনাইপাথর এলাকায় গাঁজা বিরোধী অভিযানে নামে পুলিশ বনদপ্তর এবং বিএসএফের যৌথ দল। এই অভিযানে নেমে প্রায় সাড়ে চার হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়। সূত্রের খবর এই রাজনগর বিধানসভা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে গাঁজা চাষ চলছে দীর্ঘদিন ধরে। পুলিশের নজরদারির অভাবে এ ধরনের গাঁজার সাম্রাজ্য গড়ে উঠছে এলাকায়। এমনটাই অভিযোগ স্থানীয়দের।