Monday, February 17, 2025
বাড়িরাজ্যস্ত্রীকে ফেলে পালিয়ে গেল স্বামী

স্ত্রীকে ফেলে পালিয়ে গেল স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : শনিবার যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকায় অবৈধ সম্পর্কের জেরে এক গৃহবধূকে শারীরিক এবং মানসিক নির্যাতনের গৃহবধূর স্বামীর বিরুদ্ধে। জানা যায়, যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকায়। বিশ্বজিৎ দাস দশ বছর আগে এলাকারই বাসিন্দা নন্দী চক্রবর্তী দাস নামে একটি মেয়েকে সামাজিকভাবে বিয়ে করে। বিয়ের বেশ কয়েক বছর ভালোই চলছিল তাদের সংসারিক জীবন।

 এরই মধ্যে স্বামী বিশ্বজিৎ দাসের বিশালগড় এলাকার এক গৃহবধূ সঙ্গে পরিচয় হয়। দুইজনের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। তারপর এই নন্দী চক্রবর্তী নামে গৃহবধূকে তার স্বামী বিশ্বজিৎ দাস প্রতিনিয়ত মারধর করে বলে অভিযোগ গৃহবধূর। এরই মধ্যে গৃহবধূর স্বামী বিশ্বজিৎ দাস কয়েক দিন আগে বিশালগড়ের সেই গৃহবধূকে নিয়ে পালিয়ে যায়। পরে বিশ্বজিত দশের স্ত্রী বিষয়টি জানার পর তাকে বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন। কিন্তু তার স্বামীকে খুঁজে পাননি গৃহবধূ। গৃহবধূর দাবি প্রশাসনের পক্ষ স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য সহযোগিতা করার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য