স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : শনিবার ২০২২ সালের এস টি জি টি উত্তীর্ণরা সৌজন্য মূলক সাক্ষাৎ কারে মিলিত হয় শিক্ষা মন্ত্রীর সঙ্গে। এদিন এক প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে ফের তাদের বক্তব্য তুলে ধরেন।
শিক্ষা মন্ত্রী তাদের আশ্বাস দেন বিষয়টি দেখার। একই সঙ্গে জানান কয়েকদিনের মধ্যে অর্থ দপ্তরে তাদেরর ফাইল প্রেরন করা হবে। সব মিলিয়ে এস টি জি টি উত্তীর্ণের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ৩০৪ জন। মন্ত্রীর বক্তব্যে আশাবাদী এস টি জি টি-র পরীক্ষার্থীরা বলে জানান।