স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : শনিবার সকালে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন ইছবপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় কালভার্টের নিচে জলের মধ্যে একটি ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। মৃত ব্যক্তির নাম কমল সিংহ। বয়স ৬৫ বছর, মৃত ব্যক্তির বাড়ি কৈলাসহরের কামরাঙ্গা বাড়ি এলাকায়। কিন্তু গত কয়েক বছর ধরে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা রোহিত সিনহার বাড়িতে থাকতেন বলে গ্রামবাসী জানান।
স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে, মৃত কমল সিংহ অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী ছিলেন। স্ত্রী এবং পুত্র, কন্যা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকায় বসবাস করেন বলে জানা যায়। আরো জানা যায় যে, শুক্রবার রাতে কমল সিংহ রোহিত সিনহার বাড়িতে আর যাননি, এবং শনিবার সকালে এলাকার একটি কালভার্টের পাশে বৃদ্ধার জুতো দেখে সন্দেহ হয়। কালভার্টের নীচে জলের মধ্যে ভাসমান অবস্থায় মৃতদেহ ভেসে উঠে কোমল সিংহের। এটি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে গোটা এলাকাবাসীর। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়।