স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালালো চোরের দল। ঘটনা উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ি থানাধীন বারাভাইয়া হাসপাতাল চৌমুহনী সংলগ্ন মালুমুড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ মালুমুড়া এলাকার বাসিন্দা শচিন্দ্র দাস বৈষ্ণবের গোয়াল ঘরের দরজার তালা ভেঙে দুটি জার্সি গরু নিয়ে পালায় চোরের দল।
ভোর তিনটে নাগাদ বাড়ির মালিক গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখেন ঘরের দরজা খোলা তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে গরু নেই। এই ঘটনা দেখতে পেয়ে এক প্রকার হতভম্ব হয়ে পড়েন। খবর দেওয়া হয় বাগমা পুলিশ ফাঁড়িতে। গরু মালিক জানান গরু দুটির বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার অধিক হবে। উল্লেখ্য শীত মরসুম আসার আগেই গরু চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে গোটা মহাকুমাতে। উদয়পুর মহকুমায় প্রতিনিয়ত কোন না কোন স্থানে গরু চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। প্রতিটি চুরির ঘটনায় পুলিশে অভিযোগ হলেও আজ পর্যন্ত কোন চোরকে পাকড়াও করতে সক্ষম হয়নি পুলিশ। রাতের আঁধারে গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।