স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর। বাজারে মেয়াদ উত্তীর্ণ খাবারের ছড়াছড়ি। শেষ পর্যন্ত নিদ্রা ভাঙলো প্রশাসনের। অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রধান মহারাজগঞ্জ বাজারে শুক্রবার সদর মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল অভিযান চালায়। অভিযানে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন প্রশাসনিক খাদ্য দপ্তর এবং লিগেল মেট্রোলজি দপ্তর। সিস করে দেওয়া হয় একটি দোকান।
এই দিনের অভিযানকারী দলে ছিলেন সদর মহকুমা প্রশাসনের সদর চিফ ইন্সপেক্টর দেবজ্যোতি চক্রবর্তী, মহকুমা ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ অন্যান্যরা। প্রতিনিধি দলের সদস্যরা এইদিন মহারাজগঞ্জ বাজারের হিরা পান্না এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেন। বাজেয়াপ্ত করা সামগ্রী গুলি অধিকাংশ প্যাকেট জাতীয় খাবার। এর মধ্যে রয়েছে পাপড়, কিসমিস সহ বিভিন্ন সামগ্রী। মহকুমা ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান হিরা এন্টার প্রাইজ নামক দোকানটি সিল করে দেওয়া হয়েছে। দোকানের কর্ণধার সুব্রত মজুমদার দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী দোকানে মজুত রেখেছিলেন। সদর মহকুমা শাসকের কাছে একটি অভিযোগ জমা পরার পর এই অভিযান চালানো হয়। প্রচুর পরিমাণে প্যাকেট জাতীয় মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার করা হয়েছে।
তারপর একটি মামলা হাতে নিয়ে দোকানটি সিল করে দেওয়া হয়। তিনি আরও জানান এইদিন এছাড়াও দুটি দোকান থেকে বেআইনিভাবে মজুদ রাখা রেশনের চাল উদ্ধার হয়েছে। দুটি দোকানের মধ্যে একটি দোকানে ১০০ কেজি রেশনের চাল উদ্ধার হয়েছে। অপর একটি দোকান থেকেও সঙ্গে জনক ভাবে চাল আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে রেশনের চাল হতে পারে। সেই চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। চাল শেষ করে তদন্ত শুরু করেছে লিগ্যাল মেট্রলজির টিম। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। তবে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ খাবার বাজারে ছেয়ে গেছে।