স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : রইস্যাবাড়ি থানার অন্তর্গত কেনারাম পাড়াতে এক নেশাগ্রস্ত যুবকের হাতে দুই বৃদ্ধা। ঘটনা শুক্রবার প্রকাশ্য দিবালোকে। এই নেশাগ্রস্ত যুবকের নাম ধন কিশর ত্রিপুরা। বয়স ১৯ বছর । খুন হওয়া ২ মহিলার নাম ফুলতি ত্রিপুরা এবং মৃং কুরতি এিপুরা। দু জনের বাড়িই মান্য কুমার পাড়ায়।
দুজনের বয়স ৬০ বছর। নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন ক্ষেত্রধন পাড়া স্থিত নিজ আত্মীয়ের বাড়িতে। পথে নেশাগ্রস্ত যুবক কোদাল দিয়ে নৃপসং ভাবে কুপিয়ে হত্যা করাহয় এই দুই বৃদ্ধা মহিলাকে । খবর পেয়ে ঘটনা স্তলে ছুটে যান মহকুমা পুলিশ অফিসার দীলিপ দেববর্মা সহ পুলিশ বাহিনী । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।