স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন পাঁচজন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা। গুরুতর আহত দুজনকে ভর্তি করানো হয় আইজিএম হাসপাতালে। রাজধানীর শিশু উদ্যান সংলগ্ন ১০,৩২৩ চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের আমরণ অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন ৫ জন। দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়াতে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে।
এদিন অসুস্থ হওয়া পাঁচজন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা হলেন প্রণজিৎ ভৌমিক, মিতালীবালা দেববর্মা, অরবিন্দ শর্মা, দিব্যেন্দু ভট্টাচার্যী এবং বিধান দাস। তবে দিব্যেন্দু ভট্টাচার্যী এবং বিধান দাসের শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের অ্যাম্বুলেন্স দিয়ে আইজিএম হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে চাকুরিচ্যুত শিক্ষক প্রদীপ বণিক জানান অনশনে বসার আগে পশ্চিম জেলা শাসক, সদর মহাকুমার শাসক, সি এম ও এবং জেলা স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের অবগত করা হয়েছিল। কিন্তু তাদের সকলের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা করা যাবে না বলে ষ্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এই অমানবিক বিষয়টি অনশন মঞ্চে বসে প্রত্যক্ষ করছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার পশ্চিম থানার পুলিশ তাদের দুবার মঞ্চ থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছে। তারা জানান সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি