স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : ত্রিপুরার পুরসভা নির্বাচন স্থগিতের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে ত্রিপুরায় পুর নির্বাচনে হিংসা রুখতে শীর্ষ আদালতের তরফে নির্দেশে দেওয়া হয়েছে। সরকারকে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছে মঙ্গলবার।
এদিন দুবার সুপ্রিম কোর্টে ত্রিপুরার পুরসভা নির্বাচন সংক্রান্ত মামলা মুলুতুবি হয়। তারপর এদিন বিকেলে শুনানি শুরু হলে সুপ্রিম কোর্টের বিচারপতি তৃণমূলের পুরভোট স্থগিতের আর্জি খারিজ করে দেন। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, তা শেষ করা হবে। ২৩ নভেম্বর মঙ্গলবার সাড়ে চারটেয় প্রচার শেষ হবে। ২৫ নভেম্বর যথারীতি ভোট হবে এবং ২৮ নভেম্বর গণনা হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন স্থগিত করা শেষ এবং একেবারে চরম উপায়। আদালতের উদ্দেশ্য নির্বাচন স্থগিত করা নয়। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, অবাধ হয়, তার জন্য যথাযথ সমাধানের বিকল্প রাস্তা বের করা যেতে পারে। পুরসভা নির্বাচনের বাকি পর্যায়গুলি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করতে হবে। সেজন্য নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের প্রশাসনকে আলোচনা করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।