স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : প্রচারের শেষ লগ্নে অন্যান্য দলের মতো প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ দিন প্রার্থীদের নিয়ে ভোট প্রচার হলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রদেশ ক্যাম্প থেকে একটি মিছিল সংঘটিত করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহবায়ক সুবল ভৌমিক সহ মনোনীত প্রার্থীরা। মনোনীত প্রার্থীদের মিছিলের অগ্রভাগে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক বলেন তৃণমূল কংগ্রেসের পাশে আছে রাজ্যের মানুষ। ত্রিপুরা রাজ্যে এবং আগরতলা শহরে যেভাবে দুর্বৃত্তায়ন ও অব্যবস্থা চলছে, তা কখনো মেনে নেবে না রাজ্যের মানুষ। মানুষ উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।