স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : সোমবার কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের চেয়ে বড় কোন মহৎ কাজ হয় না।
রক্তদানে কোন ধর্ম জাতির স্থান নেই। এটা চিরন্তন সত্য। যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের ধন্যবাদ জানিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন যারা আজ রক্তদান করছেন তাদের দেখে যারা কোনদিন রক্তদান করেননি তারাও অনুপ্রাণিত হবে। তাহলে রক্তের চাহিদা মেটানো সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আরো বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়তে সরকার কাজ করে চলেছে। নেশা নিয়ে সরকার কোন ধরনের আপোষ করবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন। পরে মুখ্যমন্ত্রী এবং মেয়র রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান। এবং আগামী দিনে এই ধরনের ধারাবাহিক রক্তদান অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। শিবিরে রক্ত দাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।