স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : রবিবার সন্ধ্যা ছয়টা থেকে আই জি এম হাসপাতালে ২ টি লিফট অচল হয়ে আছে। হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিজনদের সিঁড়ি দিয়ে উঠানামা করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। হাসপাতালে দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার সঞ্জিত দেববর্মা বিষয়টি স্বীকার করে জানান দুটি লিফট মেরামত করার জন্য ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হলেও দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে।
এখন পর্যন্ত লিফট মেরামত করতে আসেনি বলে অভিযোগ সঞ্জিত দেববর্মার। রোগীদের পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে দ্বিতল, ত্রিতল থেকে শুরু করে ষষ্ঠ তল পর্যন্ত যেতে হচ্ছে। এভাবে বারবার উঠান আমার ফলে বহু রোগীর পরিজন অসুস্থ হয়ে পড়ছে। তবে এদিন বহু রোগের প্রয়োজনেরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন পরপরই হাসপাতালে দুটি লিফট নষ্ট হয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতিতে রোগী এবং রোগীর পরিজনদের দুর্ভোগ বাড়ছে। তবে এভাবে দুদিন ধরে উঠানামা করে তারা অনেকেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে বলে অভিযোগ। এই অভিযোগ স্বীকার করে নেন ওয়াজ মাস্টার।