Monday, February 10, 2025
বাড়িরাজ্যতাড়া খেল পুলিশ, শেষ পর্যন্ত পুলিশের রক্ষক পুলিশ

তাড়া খেল পুলিশ, শেষ পর্যন্ত পুলিশের রক্ষক পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : মদ খেয়ে টলমল হয়ে পুলিশকর্মীরা গেলেন মদের আসরে। শেষ পর্যন্ত এলাকাবাসী কাছ থেকে ধরা পড়ে পালিয়ে বাঁচলেন পুলিশ বাবুরা। এমনটাই অভিযোগ উঠে রবিবার রাতে আড়ালিয়া শালবাগান এলাকায়। এদিন রাতের বেলা পুলিশের উপর আস্থা হারিয়ে এলাকায় মদ বিরোধী অভিযানে নামে এলাকাবাসী।

সে সময় সেখানে গিয়ে হাজির বিট পেট্রোলিং -এর দায়িত্বে থাকা পুলিশ বাবুরা। তখন স্থানীয়রা পুলিশ কর্মীদের জিজ্ঞাসা করে কোন ধরনের খবর না পেয়ে কিভাবে সেখানে অবতীর্ণ হয়েছে। সে সময় পুলিশের সাথে এলাকাবাসী বাক-বিতণ্ডের সময় মদের গন্ধ পায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। পুলিশ গিয়ে সেসব গুনধর পুলিশ বাবুদের উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে মুক্ত করে নিয়ে আসে। তবে প্রশ্ন হচ্ছে যাদের হাতে দেওয়া হয়েছে দায়িত্ব, তারাই এখন মদমত্ত অবস্থায় যে দায়িত্ব পালন করছে। এখন প্রশ্ন সেই খবর কি রাখেন পূর্ব থানার ওসি বাবু এবং সদর মহকুমা পুলিশ আধিকারিক। এদিন যদি সঠিক সময় মতো পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে না পৌঁছাত তাহলে এলাকায় লঙ্কার কান্ড ঘটে যেতে বলে আশঙ্কা অনেকের। কিন্তু পুলিশকর্মীরা মদমত্ত অবস্থায় থাকার অভিযোগ সম্পূর্ণ এলাকাবাসীর। যাইহোক এদিনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উত্তেজিত হয়ে পড়েছিল এলাকার জনগণ। শেষ পর্যন্ত পুলিশ কোন নেশা কারবারিকে গ্রেফতার না করে খালি হাতে ফিরলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য