স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : গত ১০ অক্টোবর বিলোনিয়া থানাধীন শিবপুর রেল টানেলের মুখে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ শিবপুর এলাকার তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনোও মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ একটি হত্যার ঘটনা ধরে নিয়ে তদন্ত শুরু করে ।
ডগ স্কোয়ার্ড থেকে শুরু করে ফরেনসিক দলের ব্যবহার করা হয় তদন্তের স্বার্থে। অবশেষে সফলতাও পায় পুলিশ। ঘটনার সাত দিনের মাথায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে বিলোনিয়া থানার পুলিশ। গ্রেপ্তার তিন অভিযুক্তের নাম সুধির মানিক ত্রিপুরা , অসি মানিক ত্রিপুরা এবং লক্ষ্মী চৌধুরী ত্রিপুরা । এই তিনজনকে সোমবার বিলোনিয়া আদালতে প্রেরণ করা হয় । হত্যার কারণ খুঁজতে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। এ বিষয়ে জানান মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। বিলোনিয়া হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ রাখার পর নিয়ম মেনে এরই মধ্যে পুলিশ মৃতদেহ সৎকার করে। মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। অন্যদিকে হত্যার কারন সম্পর্কে স্পষ্ট হতেও তদন্ত পক্রিয়া। সহসাই এই ঘটনার কিনারা করা সম্ভব হবে বলে জানায় পুলিশ আধিকারিক। এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার কতটুকু কুল কিনারা করতে পারে।