স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর :শ্যামলী বাজার জোনাল অফিসে আগরতলা পুর নিগমের উত্তর জোনের পক্ষ থেকে প্রতিঘরে সুশাসনের বিশেষ শিবির সূচনা হয়। শিবিরের সূচনা করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলের সদস্য প্রদীপ চন্দ, কর্পোরেটার শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার জানান রাজ্য সরকারের উদ্যোগে প্রতিঘরে সুশাসন এই চিন্তা ভাবনা থেকে সরকারী সুবিধা গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। এরই অঙ্গ হিসাবে উত্তর জোনের উদ্যোগে বিশেষ শিবির করা হচ্ছে।
যাতে করে সমস্ত সুবিধা গুলি দ্রুত মানুষের কাছে পৌছে দেওয়া যায়। রাজ্য সরকারের সমস্ত দপ্তর গুলি এই উদ্যোগে সামিল হয়। মানুষ এই শিবিরের মাধ্যমে তাদের সমস্যা গুলি সমাধান করে হাতে হাতে পরিষেবা পেয়ে যাচ্ছেন বলে জানান মেয়র। প্রতিঘরে সুশাসন এই অভিযান আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডেই করা হবে। এদিন থেকে অভিযানের সূচনা হয়েছে বলে জানান তিনি। ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। এই শিবিরের সুবিধা নিতে সকলের কাছে আহ্বান জানান মেয়র।