Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যনেশা সামগ্রী কিনতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ২

নেশা সামগ্রী কিনতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : মন্ডল নেতাকে সাক্ষী করে চলছে নেশার রমরমা ব্যবসা। পূর্ব থানার পুলিশ ঠুঁটো জগন্নাথ। সোমবার এমনই এক ঘটনার সাক্ষী রইল এলাকাবাসী। এদিন পূর্ব পুলিশ থানার পুলিশ লোক দেখানো জন্য অভিযান চালায় জগহরিমুড়া এলাকায়।

 এদিন অভিযানের এলাকার জয় দেবনাথ নামে এক নেশা কারবারির বাড়ি থেকে দুই নেশা সামগ্রী ক্রয় করা যুবককে আটক করে নিয়ে আসে থানায়। আটক দুই যুবকের মধ্যে এক যুবকের নাম অভিজিৎ মল্লিক। সে যোগেন্দ্র নগর এলাকার বাসিন্দা। তার অভিযোগ সে এদিন নেশা সামগ্রী ক্রয় করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। তার কাছে প্রতিনিয়ত জয় দেবনাথের মা ড্রাগস বিক্রি করে। এদিন পুলিশ তাদের গ্রেপ্তার করতে যাওয়ার পর জয় দেবনাথের বাড়ির লোকজনেরা বনমালীপুর মন্ডল নেতাকে ফোন করে বিষয়টি জানায়। তারপর পুলিশ জয় দেবনাথের ঘরে প্রবেশ না করে ঘরের বাইরে থেকে দুই যুবককে আটক করে নিয়ে আসে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো নেশা সামগ্রী বিক্রেতা জয় দেবনাথ এবং তার মাকে পুলিশ গ্রেপ্তার তো দূরের কথা, কোনরকম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে নি। পুলিশের বাক্সে প্রনামী দিয়ে দীর্ঘ তিন থেকে চার বছর ধরে মন্ডল নেতার আশীর্বাদে চালিয়ে যাচ্ছে নেশার রমরমা ব্যবসা বলে অভিযোগ। কিন্তু এ ধরনের অভিযোগ রীতিমত একাধিকবার আগরতলা শহরে অলি গলি থেকে উঠতে শুরু করেছে। তাহলে প্রশ্ন এবার কি থানার পুলিশ বাবুদের নিয়ন্ত্রণ করতে শুরু করেছে মন্ডল ? আর যদি তাই হয়ে থাকে তাহলে ডাবল ইঞ্জিনের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। কারণ কথায় আছে, ঘরের ভিতরেই বেড়া কাটে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য