ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : ভারতের ছাত্র ফেডারেশনের ২০ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন শুরু হয় সোমবার। দুদিন ব্যাপী চলবে সম্মেলন। এদিন আগরতলা টাউন হলে এস এফ আই রাজ্য সভাপতি সোলেমান আলী দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন। সম্মেলনে উপস্থিত বিধায়ক রতন ভৌমিক বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, শিক্ষাক্ষেত্রে পূর্বতন সরকারের আমলের মতো সুযোগ পেতে বাম ছাত্র সংগঠনের লড়াই আরো বেশি করতে হবে।
কারণ যে পরিস্থিতি বর্তমান সরকারের আমলে সৃষ্টি হয়েছে তাতে ত্রিপুরায় সংবিধানিক অচল হয়ে পড়েছে। মানুষ কথাই বলতে পারছে না। তিনি আরো বলেন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এস এফ আই করলে পরীক্ষায় বসতে পারবে না। এবং তার পরিবারের রোজগার বন্ধ করে দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত বাড়ি ছাড়া দোয়ার মত ঘটনা সংগঠিত হয়েছে। অর্থাৎ এস এফ আই এবং টি এস ইউ কেউ করতে পারবে না, করলে এই ধরনের আন্দোলন সংগঠিত করা হবে, এমন পরিস্থিতি কায়েম করেছে বিজেপি বলে জানান তিনি। শ্রী ভৌমিক এদিন সরকারের আরও তীব্র সমালোচনা করে বলেন, তিনবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাই নিজ এলাকায় যেতে পারছে না, রেগা কাজ হচ্ছে নেই, কর্মসংস্থান নেই, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য লাফিয়ে বাড়ছে, আর এগুলি নিয়ে প্রতিবাদ করতে পারছে না মানুষ।
এই সংস্কৃতি থেকে এখন মানুষ মুক্তি চাইছে। তাই আন্দোলন ছাড়া আর কোন পথ নেই বলে অভিমত ব্যক্ত করুন তিনি। শিক্ষা ও কাজের সুযোগ ত্রিপুরা রাজ্যে দিন দিন সংকুচিত হচ্ছে। বেকার যুবক যুবতীরা কাজ পাচ্ছে না। বিদ্যালয় গুলিতে পড়াশুনা করার জন্য সঠিকভাবে সুযোগ মিলছে না। জাতীয় শিক্ষানীতির নাম করে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে সরকার। আর এই পরিস্থিতিতে কাজ, খাদ্য ও শিক্ষার দাবিতে লড়াই আন্দোলন জারি রেখেছে ভারতের ছাত্র ফেডারেশন। এবং এ লড়াই আন্দোলন আগামী দিনেও ঐক্যবদ্ধ আন্দোলন চালু রাখতে চাইছে বলে জানান এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব। আরো বলেন শিক্ষা ক্ষেত্রে যে পরিকাঠামো গড়ে উঠেছিল তা ভেঙে চুরমার করে দিয়েছে বর্তমান সরকার। তারা দুর্বিষহ অবস্থা তৈরি করে রেকর্ড করার চেষ্টা করছে বলে জানান তিনি। তাই শিক্ষা পরিকাঠামোকে পুনরায় সঠিক দিশায় নিয়ে আসতে এস এফ আই আগামী দিনে দুর্বার গতিতে আন্দোলন নামবে বলে জানান তিনি।