স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : সোমবার সাত সকালে নিজ বাড়ির ঘর থেকে নগ্ন অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম কানাই লাল সাহা। বাড়ি জিরানীয়া থানার অন্তর্গত শচীন্দ্রনগর কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, জিরানীয়া থানার অন্তর্গত শচীন্দ্রনগর কলোনি এলাকায় সংহতি স্কুলের পেছনে বাড়ি কানাই লাল সাহার।
এদিন সকালে প্রতিবেশীরা তার বাড়ির উঠানে রক্তের ছাপ দেখতে পায়। এরপর তাদের নজরে আসে ঘর খোলা। ঘড়ে গিয়ে উঁকি দিতেই মেঝেতে নগ্ন অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখে কানাই লাল সাহাকে। খবর দেওয়া হয় জিরানীয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জীরানীয়া থানার পুলিশ। শুরু হয় তদন্ত পক্রিয়া। ডাকা হয় ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক টিমকে। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমায় এলাকাবাসীরা। ঘটনা স্থলে যায় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায়, জিরানীয়ার এস ডি পি ও- হিমাদ্রী প্রসাদ সরকার। জানা যায় মৃত কানাই লাল সাহার স্ত্রী বাড়িতে ছিল না। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়িতে একাই ছিলেন কানাই লাল সরকার। সোমবার উদ্ধার হয় নগ্ন রক্তাক্ত মৃতদেহ। বাড়ির উঠানে রয়েছে রক্তের দাগ। পুলিশ একটি লাঠি উদ্ধার করে। একই সঙ্গে মৃত কানাই লাল সাহার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। মিলিছে ধস্তাধস্তির প্রমান। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায় জানান ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে। খুব শীঘ্রই এই হত্যার সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হবে। মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর বাকীটা স্পষ্ট হবে। এই হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারনে কানাই লাল সাহাকে হত্যা করা হল তা স্পষ্ট নয়। তবে কি এর পেছনে নারী ঘটিত কোন বিষয় জড়িত রয়েছে তা স্পষ্ট হবে সঠিক পুলিশি তদন্তের মাধ্যমেই।