স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : শাসকের ঘরে আবারো থাবা বসালো কংগ্রেস। বামুটিয়া বিধানসভা কেন্দ্রের ১৬ পরিবারের ৬৬ ভোটার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। দলে স্বাগত জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন বামুটিয়া ব্লক যুব কংগ্রেস নেতৃত্ব বিপ্লব বিশ্বাস, সুজিত পাল ও সঞ্জু দাসের প্রচেষ্টায় ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে ১৬ পরিবারের ৬৬ জন ভোটার জাতীয় কংগ্রেসে যোগদান করেন।
বিধায়ক সুদীপ রায় বর্মন জানান প্রতিদিন কংগ্রেসের যোগদান করছে মানুষ। ফলে শাসক দলের পায়ের নিচের মাটি সরে গেছে। এতে আবারো স্পষ্ট হচ্ছে কংগ্রেস মানুষের হৃদয়ে রয়েছে। দেশের স্বাধীনতার পর শিক্ষার অধিকার এবং খাদ্য সুরক্ষার অধিকার সহ যত গুলি জনস্বার্থমূলক কাজ হয়েছে সবগুলি কংগ্রেস সরকারের আমলে হয়েছে। তাই আগামী দিনে বেকার, কৃষক, শ্রমিক সব অংশের মানুষের স্বার্থে কোন রাজনৈতিক দল যদি কাজ করে থাকে তাহলে কংগ্রেসই করতে পারবে। তাই মানুষের আস্থা বিকল্প কংগ্রেস। তাই আগামী দিনে রাজ্যে কংগ্রেস ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করে সুদীপ রায় বর্মণ। বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দলকে আরো শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে জয়ী করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন।