স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : আবারো রাজ্য পুলিশের ব্যর্থতার নিদর্শন। ত্রিপুরার বহু থানা অতিক্রম করে অসমে গেল দুই টন গাঁজা। অসম চুরাইবাড়ি থানার পুলিশ পি বি ০৪ এন ৮২৮১ নাম্বারের রাবার লিকুইড বহন কারী একটি লরি আটক করে তল্লাশি চালায়। লিকুইড ড্রামগুলির নিচে ছিল গাঁজা। সেখানে হাত দিয়ে লরি প্রায় দুই কুন্টাইল গাঁজা উদ্ধার হয়।
পরবিন্দর সিংহ নামের লরি চালক সহ লরি গাঁজা বাণিজ্যের পান্ডা জুয়েল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এগুলি তারা ত্রিপুরা থেকে নিউ দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে পুলিশ জানতে পারে। উদ্ধারকৃত গাঁজা গুলির বাজার মুল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা বলে জানায় অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। অভিযুক্ত লরি চালক ও গাজা পাচার কারীর বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়।