স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : নির্বাচন যত এগিয়ে আসছে সরকারের উপর বাড়ছে বেকারদের চাপ। মন্ত্রী সভার সিদ্ধান্ত পালন হচ্ছে না অভিযোগ উঠছে এমনটাই। ২০২১ সালের ১০ ডিসেম্বর ও ২০২২ সালের ৩ আগস্ট মন্ত্রীসভা অনুমোদন দেয় স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগের। মন্ত্রীসভা অনুমোদন দিলেও দপ্তর থেকে ফার্মাসিস্ট নিয়োগের কোন উদ্যোগ এখনো গ্রহণ করা হয়নি।
ফলে হতাশায় ভুগছে বেকার ফার্মাসিস্ট ডিগ্রিধারী যুবক যুবতীরা। রবিবার আনএমপ্লয়েড ফার্মাস্টিস অফ ত্রিপুরা আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুলেন তারা। তাদের দাবি অতিদ্রুত যেন শূন্য আসনগুলিতে ফার্মাসিস্ট নিয়োগ করার জন্য। যদিও এই দাবি নিয়ে স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেও কোন সদুত্তর মেলেনি। জারি করা হয়নি কোন বিজ্ঞপ্তি। স্বাস্থ্য সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেও সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় মেলেনি। হাসপাতাল গুলিতে ফার্মাসিস্টদের থাকা আবশ্যক। অথচ পাঁচ বছর যাবত কোন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে। বর্তমানে রাজ্যে সাড়ে চার হাজার ফার্মাসিস্ট বেকার হয়ে বসে রয়েছে। ৭২৯ টি শুন্য আসন রয়েছে। মন্ত্রীসভা ৪০০ জনের অনুমোদন দেয়। পরে তা কমিয়ে ২০০ জন করে। কিন্তু সেই মোতাবেকও কোন নিয়োগ করা হয়নি। সরকার পদক্ষেপ না নিলে কোন ধরনের সহযোগিতা আগামী দিনে করা হবে না বলে জানান আনএমপ্লয়েড ফার্মাস্টিস অফ ত্রিপুরার পক্ষে অতনু মজুমদার। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরটি ব্যবস্থা গ্রহণ করে। নাকি সবটাই মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রীর সাংবাদিক সম্মেলনেই সীমাবদ্ধ থাকে।