Friday, March 29, 2024
বাড়িরাজ্যসরকারকে সময়সীমা বেঁধে দিল আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন

সরকারকে সময়সীমা বেঁধে দিল আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : কিছু দিন পর পরই পথ অবরোধের নামে আন্দোলনের ঘোষণা করে ময়দান গরম করে আত্মসমর্পণকারী জঙ্গি দলের সংগঠন গুলি। ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির নাম দিয়ে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচীর ঘোষণা দেন তারা। শুক্রবার তার ব্যতিক্রম হয়নি। আগরতলা প্রেস ক্লাবে ফের একবার ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির সাধারন সম্পাদক অমৃত রিয়াং সাংবাদিক সম্মেলন করে জাতীয় সড়ক অবরোধের হুমকি দেন। তিনি জানান ৯ দফা দাবিতে দীর্ঘ দিন যাবত তাদের আন্দোলন কর্মসূচি চলছে।

 কিন্তু এই দাবি পুরনে এখনো কোন সুরাহা হয়নি। তাই আগামী ৩০ অক্টোবরের মধ্যে দাবিগুলির সমাধান না হলে, আগামী ৫ নভেম্বর থেকে চম্পকনগর চন্দ্র সাধুপাড়ায় অনির্দিষ্ট কালের জন্য জাতীয় সড়ক অবরোধ করবেন তারা। কারণ দীর্ঘ বছর ধরে তারা বঞ্চনার শিকার হয়ে আসছে। চারবার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এবং তারা আরো জানায় সরকার তাদের সাথে প্রতারণা করে চলেছে। কারণ যতবারই আন্দোলনের ঘোষণা করা হয়েছে ততবারই তাদের মহাকরণে বা মন্ত্রীর চেম্বারে ডেকে নিয়ে স্বাক্ষর করে দাবি মেনে নেওয়া হয়েছে বলে দেখানো হয়। বাস্তবে কোনটাই পূরণ করছে না ডাবল ইঞ্জিনের সরকার। তাই এবার তারা কোন মন্ত্রী বা সরকারের সাথে কথা না বলার সিদ্ধান্ত গ্রহণ করে সময়সীমা বেঁধে দিতে বাধ্য হয়েছে বলে জানান তারা। এমনকি আরো বলেন যে তারা আন্দোলনে বসলে কোন রাজনৈতিক দল এসে তাদের সহযোগিতা করবে। যাইহোক এখন দেখার বিষয় সংগঠনের নাটক মঞ্চ আর কতটা সুদূর প্রসারী হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য