স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : শুক্রবার ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন হিমানী দেববর্মা। তিনি বিদায়ী চেয়ারপার্সন নিলিমা ঘোষের স্থলাভিষিক্ত হয়েছেন। এদিন রাজধানীর গুর্খাবস্তিস্থিত শিশু সুরক্ষা কমিশনের কার্যালয়ে বিদায়ী চেয়ারপার্সন নীলিমা ঘোষ দায়িত্ব বুঝিয়ে দেন নব নিযুক্ত চেয়ারপার্সন হিমানী দেববর্মার হাতে।
হিমানী দেববর্মার হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর বিদায়ী চেয়ারপার্সন নিলিমা ঘোষ জানান চেয়ারপার্সনের পদ থেকে সরানো হয়নি। তার বয়স ৬৫ বছর হয়ে গেছে। তাই তিনি বয়স জনিত কারনে স্বেচ্ছায় শিশু সুরক্ষা কমিশনের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। আরও আগেই তিনি চেয়ারপার্সনের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। কিন্তু প্রসেসিং করতে কিছুটা সময় লেগেছে। তিনি আশা ব্যক্ত করেন শিশু সুরক্ষা কমিশনের নব নিযুক্ত চেয়ারপার্সন আগামীদিনে শিশু সুরক্ষা কমিশনের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।