স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : রাজ্য সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্যরা।
রাষ্ট্রপতির এদিনের সফরকে কেন্দ্র করে গোটা উদয়পুর শহর ও মাতারবাড়ি এলাকায় আরক্ষা দপ্তরের কর্মীদের দ্বারা নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। অন্যদিকে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো শেষে বায়ু সেনার বিশেষ কপ্টারে আগরতলায় ফিরে আসেন রাষ্ট্রপতি। এম বি বি বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিক। এদিন আগরতলা সফর শেষে গৌহাটির উদ্দেশ্যে বিশেষ বিমানে যাত্রা করেন রাষ্ট্রপতি।