স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : রাস্তা সংস্কার, বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার সকালে করবুক মহাকুমার অন্তর্গত যতন বাড়ি – ডেপাছড়ি যাওয়ার রাস্তা অবরোধ করল স্থানীয়রা। রাস্তায় গাছ, বাঁশ ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে এদিন। তাদের দাবি ৬ মাস ধরে রাস্তা, বিদ্যুৎ ও পানীয় জল সমস্যা এলাকায় চরম আকার ধারণ করেছে। বিশেষ করে রাস্তাটি।
এর আগে যখন রাস্তায় বেহাল দশা পরিণত হয়ে ছিল তখন এলাকার বিজেপির জনপ্রতিনিধিকে বলা হলে তিনি রাস্তা সংস্কার করে দেয়। কিন্তু রাস্তাটি দিয়ে ইট ও বালুর লরি যাতায়াতের ফলে রাস্তাটি পুনরায় বেহাল দশায় পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীদের নিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে না। ঘটছে ছোটখাটো যান দুর্ঘটনা। তাই রাস্তা অবরোধ করা হয়েছে। খবর পেয়ে চার ঘন্টা পর ঘটনাস্থলে ছুটে যায় যতন বাড়ি পূর্ত দপ্তরের আধিকারিক। গ্রামবাসী দাবি জানায়, অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য। আধিকারিকরা আশ্বস্ত করেন রাস্তাটি সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হবে। এদিকে ঘটনাস্থলে ছুটে আসা ডি ডব্লিউ এস -এর আধিকারিক এলাকাবাসীকে আশ্বস্ত করেন পানীয় জল যাতে তারা সঠিকভাবে পায় তার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হবে। আশ্বাসের পর এদিন অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা। তাদের দাবি যদি অবিলম্বে পূরণ না হয় আগামী দিনে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ার দেয়।