স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : এমবিবি কলেজে এস এফ আই -র প্রচার সজ্জা নষ্ট করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে প্যারাডাইস চৌমুহনি থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল এসএফআই। তাদের অভিযোগ আগামী ১৭ এবং ১৮ অক্টোবর এস এফ আই ২০ তম রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে।
তার জন্য সারা রাজ্যে প্রচারের কাজ চলছে। একইভাবে এমবিবি কলেজ চত্বরে বুধবার প্রচারের অঙ্গ হিসেবে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো হয়। কিন্তু শাসক দলের কতিপয় দুর্বৃত্তরা দেওয়াল লিখন এবং পোস্টার নষ্ট করে দিয়েছে। কিন্তু এ ধরনের প্রচার সজ্জা নষ্ট করার পেছনে মূলত কারণ হলো সারা রাজ্যে শাসক দলের সমর্থন দিন দিন কমছে। শাসক দল ছাত্র সংগঠন ভয় পেয়ে গেছে। তাই চ্যালেঞ্জ করে বলা হচ্ছে আগামী এক মাসের মধ্যে রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে এসএফআই নাম লিখন হবে। কতটা মুছতে পারে তারা, তা দেখা হবে বলে সরাসরি চ্যালেঞ্জ করেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে করে।