স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : জিবি হাসপাতালে পকেটমারে যন্ত্রণায় অতিষ্ঠ রোগী এবং রোগীর প্রয়োজনেরা। হাসপাতালে পুলিশ ও টি এস আর জওয়ানদের কর্তব্যের গাফিলতিতে পকেটমার এবং চুরির ঘটনা এখন প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারো হাসপাতালে পরিষেবা নিতে আসা এক মহিলা পকেটমারের শিকার হয়েছেন।
জানা যায়, এদিন দুপুরে রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে চিকিৎসা করতে আসা দীপা চক্রবর্তী নামে এক মহিলার কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা হাতিয়ে নিলো পকেটমার। দীর্ঘ সময় পর বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন চিকিৎসা করতে আসা সেই মহিলা। তিনি জানান নাগিছড়া থেকে জিবি হাসপাতালে আসে চিকিৎসা করানোর জন্য। এক্সরে করানোর জন্য লাইনে দাঁড়ানোর পর তার ব্যাগ থেকে টাকার ব্যাগ হাতিয়ে নেই পকেটমার। এবং মহিলা জানান, শেষ পর্যন্ত তাকে চিকিৎসকের দেওয়া শারীরিক পরীক্ষা নিরীক্ষা না করে বাড়ি ফিরতে হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।