স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : বামফ্রন্ট সরকারের কাজের মধ্যে দিয়ে জমিয়াদের আর্থিক অগ্রগতি ঘটে। রাস্তাঘাট এবং পরিবহন ব্যবস্থা তাদের কাছে পৌঁছায়। জীবন-জীবিকায় পরিবর্তন আসে।শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে রাজ্যের অন্যতম স্থান বর্তমানে দখল করে নিয়েছে।
বৃহস্পতিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন এবং সি আই টি ইউ রাজ্য কমিটির যৌথ উদ্যোগে রবীন্দ্র দেববর্মার স্মরণ সভায় বক্তব্য রেখে এমনটাই বললেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। এদিন সভা শুরু হওয়ার আগে রবীন্দ্র দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে মানিক দে আরো বলেন, বর্তমান সরকারের আমলে পরিবহন ব্যবস্থার অবস্থা শুধু রাজ্যে খারাপ নয়। গোটা দেশে এই ব্যবস্থাপনা তলান্নিতে গিয়ে ঠেকেছে। এবং সরকারের কোন ভূমিকা না থাকায় পরিবহনের সাথে জড়িত দেশে প্রায় এক কোটি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে মূলত কারণ হলো যানবাহনের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ডিজেল এবং সিএনজি গ্যাসের মূল্য। যার ফলে শ্রমিক মালিক এবং যারা যানবাহন মেরামত করে তাদের উপর প্রভাব পড়তে শুরু করে। আর এই বিষয়গুলি নিয়ে প্রতিবাদে শামিল হতেন রবীন্দ্র দেববর্মা বলে জানান শ্রী দে। আয়োজিত স্মরণসভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন দুটি সংগঠনের রাজ্য কমিটির নেতৃবৃন্দ।