স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : বুধবার দুপুরে রাজধানীর শিবনগর এলাকায় ড্রেইন থেকে এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এদিন স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর পেয়ে পূর্ব থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মৃতদেহটি ড্রেইন থেকে উদ্ধার করে জিবি হাসপাতালের মধ্যে পাঠায়। পুলিশ রাস্তার পাশ থেকে মৃত মহিলার জুতো উদ্ধার করতে সক্ষম হয়েছে।
কিন্তু স্থানীয়দের বক্তব্য অনেকটাই চাঞ্চল্যকর। স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে খুন করে ফেলা হয়েছে। মৃত মহিলার বয়স আনুমানিক ৩০-৪০ বছর হবে। কিন্তু যারা মৃতদেহ এনে ফেলেছে তাদের দ্রুত শনাক্ত করতে পুলিশ সক্ষম হবে বলে আশাবাদী। কারণ যেখানে মৃতদেহ ফেলা হয়েছে তার উপরে রয়েছে সিসি ক্যামেরা। তবে পুলিশের ধারণা ময়না তদন্তের পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।