Saturday, February 8, 2025
বাড়িরাজ্যস্কুলের ছাত্রছাত্রীদের পথ অবরোধ

স্কুলের ছাত্রছাত্রীদের পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : বিভিন্ন দাবি আদায়ের লক্ষে আবারো রাস্তা অবরোধে বসলো মাদ্রাসার ছাত্রছাত্রীরা। তবে এবার রাস্তা সংস্কারের জন্য নয় মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রথমে প্রধান শিক্ষককে লিখিত আবেদন জানিয়ে পরদিন অর্থাৎ বুধবার সকালে রাস্তা অবরোধে বসলো স্কুলের ছাত্রছাত্রীরা।

সকাল সাড়ে এগারোটা থেকে প্রেমতলা-কুর্তি প্রধান সড়কটি অবরোধ করে বসে তারা। বিদ্যালয়ের জাতীয় সংগীতের পরেই শিক্ষকদের ভিতরে রেখে স্টাফরুমে তালা ঝুলিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। তাদের জ্বলন্ত দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কুর্তি উচ্চ মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণে বিষয় শিক্ষক নেই, তাছাড়া মিড-ডে-মিলের রান্নার জন্য চেয়ার,টেবিল এবং ব্রাঞ্চ ভেঙ্গে তা দিয়ে রান্না করা হয়, কিন্তু তার থেকেও চরম অভিযোগ তুলে শিক্ষকদের বিরুদ্ধে। এমনকি যথাসময়ে শিক্ষকরা বিদ্যালয়ে আসেনি এবং যারা আসেন তাদের অধিকাংশই পার্শ্ববর্তী এলাকায় মাছ ধরতে চলে যান বলে বলে অভিযোগ। এদিকে বিদ্যালয়ে মোট ১৩ জন শিক্ষক থাকলেও প্রতিদিন ৬ থেকে ৭ জন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থাকেন বলে ছাত্রছাত্রীরা চরম অভিযোগ তুলে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এর উল্টো সুর চরান। তিনি সম্পূর্ণ অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেন। এখন দেখার বিষয় আন্দোলনের পর কতটা টনক নড়ে প্রশাসনের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য