স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : আগরতলা পুর নিগমের বিভিন্ন কাজকর্ম দেখতে আইজল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ডেপুটি মেয়রের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন। ১৫ সদস্যের মধ্যে রয়েছে নয়জন কাউন্সিলার এবং দুজন অফিসিয়াল। আগরতলা পুর নিগম থেকে অর্জন করা অভিজ্ঞতা পরবর্তী সময়ে আইজল ফিরে গিয়ে কার্যকর করবেন তারা। বুধবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নিগমের কনফারেন্স হলে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার সহ মেয়র ইন কাউন্সিলের সদস্যরা। এদিনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটারদের সঙ্গে মত বিনিময় করেন আইজল মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিনিধি দলের সদস্যরা। আবর্জনা সংগ্রহ, প্লাস্টিক রোড, স্মার্ট সিটি প্রকল্পের কাজ গুলির প্রশংসা করেন তারা। এই অভিজ্ঞতা আইজলে কাজে লাগাবেন বলে জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের সদস্যদের আইজলে সফর করার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মেয়র। সমগ্র দেশের মধ্যে আগরতলা পুর নিগম পি এম ওয়াই প্রকল্পে প্রথম স্থান অর্জন করেছে। স্বচ্ছ ভারত মিশনে প্রথমদিকে রয়েছে পুর নিগম বলে জানান মেয়র দীপক মজুমদার। অন্যদিকে আগরতলা পুর নিগমের কাজকর্ম নিয়ে খুশী আইজল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র লাল থাং জুমাকিয়া। আবর্জনা সংগ্রহ, প্লাস্টিক রোড নির্মাণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আইজলে প্লাস্টিক রোড করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।