Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যত্রিপুরা জুডিশিয়াল একাডেমীর উদ্বোধন ও জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন রাষ্ট্রপতি

ত্রিপুরা জুডিশিয়াল একাডেমীর উদ্বোধন ও জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন রাষ্ট্রপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : রাজ্য সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ বিমানবন্দর থেকে চলে যান নড়সিংগড় স্থিত টি আই টি- তে। সেখানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমীর উদ্বোধন এবং জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলক উন্মোচন ও পরে  ফিতা কেটে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমীর উদ্বোধন এবং জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তি, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এস জি চট্টোপাধ্যায় , মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের মডেল ঘুরে দেখেন রাষ্ট্রপতি। পরে ঘুরে দেখেন ত্রিপুরা জুডিশিয়াল একাডেমীর বর্তমান ভবনটি।  রাজ্যবাসীর দীর্ঘ দিনের আশা পূরণ হয়েছে এদিন। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমী এবং জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করার জন্য রাষ্ট্রপতির কাছে বেশ কয়েকবার আবেদন জানানো হয়েছিল। অবশেষে এদিন তা স্বার্থক হয়েছে বলে জানান আইন মন্ত্রী রতন লাল নাথ। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্যে হচ্ছে জাতীয় আইন বিশ্ব বিদ্যালয়। এর চ্যান্সেলার হবেন উচ্চ আদালতের প্রধানবিচারপতি। এটা রাজ্যের জন্য গর্বের বলে জানান তিনি। টি আই টি-তে উদ্বোধন ও শিলানাস্যের কর্মসূচি শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলে যান বামুটিয়া স্থিত দুর্গাবাড়ি চা বাগানে। দুর্গাবাড়ি চা বাগানের ফ্যাক্টরী এবং চা বাগান ঘুরে দেখার পাশাপাশি চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য